ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের জন্য সরকারি আশ্রয় কেন্দ্রসমূহ ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ অনুযায়ী তৈরী। ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ এর আওতায় ঘোষিত ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তিদের সরকারি আশ্রয় কেন্দ্রে রক্ষণাবেক্ষণ, ভরণপোষন, প্রশিক্ষণ, কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন করে কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমাজে পুনর্বাসিত করা হয়।
কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ
সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা সরকারি আশ্রয় কেন্দ্রসমূহ পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে ভবঘুরে নিয়ন্ত্রক সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে তত্তাবধায়কগণ সরকারি আশ্রয় কেন্দ্র পরিচালনার সাথে সংশ্লিষ্ট।
সেবা
- আইনের আওতায় আটকৃতদের ভবঘুরে অভ্যর্থনা কেন্দ্রে রক্ষণাবেক্ষণ;
- অভ্যর্থনা কেন্দ্রের বিশেষ আদালত কর্তৃক ঘোষিত ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তিদের সরকারি আশ্রয় কেন্দ্রে স্থানান্তর;
- ভবঘুরে ব্যক্তিদের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রদান;
- ভরণপোষণ, শিক্ষা, বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;
- শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন;
- কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন ও সামাজিকিকরণ;
- স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা
- ভবঘুরে ব্যক্তির আত্মীয়-স্বজনকে খুজে বের করা;
- সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা;
- ফলো আপ।
সেবা গ্রহীতা
‘নিরাশ্রয় ব্যক্তি- অর্থ এমন কোন ব্যক্তি যার বসবাসের বা রাত্রিযাপন করার মত সুনির্দিষ্ট স্থান বা জায়গা এবং ভরণ-পোষণের জন্য কোন সংস্থান নাই এবং যিনি অসহায়ভাবে শহর বা গ্রামে ভাসমান অবস্থায় জীবন-যাপন করেন এবং সরকার কর্তৃক, সময় সময় প্রদত্ত বিভিন্ন ভাতা, সাহায্য ইত্যাদি লাভ করেন না।’
‘ভবঘুরে- অর্থ এমন কোন ব্যক্তি যার বসবাসের বা রাত্রিযাপন করার মত সুনির্দিষ্ট কোন স্থান বা জায়গা নাই অথবা যিনি নিজে বা কারো প্রয়োচনায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন; তবে কোন দাতব্য, ধর্মীয় বা জনহিতকর কোন কাজের উদ্দেশ্যে অর্থ, খাদ্য বা অন্য কোন প্রকার দান গ্রহণ করলে এবং উক্ত উদ্দেশ্যে বা কাজে তা ব্যবহার করলে তিনি এর অন্তভুক্ত হবেন না।’
সেবা প্রদানের সময়সীমা
- ভবঘুরে হিসেবে মিরপুর অভ্যর্থনা কেন্দ্রে আনয়নের সাথে সাথে শুরু;
- আদালতের নির্দেশনা অনুযায়ী, সাধারণতঃ মুক্তি প্রাপ্তির পূর্ব পর্যন্ত।
সেবা প্রদান পদ্ধতি
- পুলিশ কর্তৃক ভবঘুরে গ্রেফতার/নিরাশ্রয় ব্যক্তির আবেদন
- অভ্যর্থনা কেন্দ্রে রক্ষণাবেক্ষণ
- বিশেষ আদালতের ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ভবঘুরে/নিরাশ্রয় হিসেবে ঘোষনা বা মুক্তি
- ভবঘুরে/নিরাশ্রয় হিসেবে নাম রেজিস্ট্রিকরণ;
- সরকারি আশ্রয় কেন্দ্রে স্থানান্তর;
- রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রদান;
- ভরণপোষণ, শিক্ষা, বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;
- শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন;
- কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন;
- স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা
- ভবঘুরে ব্যক্তির আত্মীয়-স্বজনকে খুজে বের করা;
- সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা;
- ফলো আপ
নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র
- সরকারি আশ্রয় কেন্দ্র পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
- যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি ভবঘুরে কল্যাণ তহবিলে জমা মাধ্যমে আর্থিক সহায়তা;
- শিক্ষা, বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে সহায়তা;
- শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধনে সহায়তা;
- কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়নে সহায়তা;
- কর্মসংস্থানে সহায়তা;
- ভবঘুরে ব্যক্তির আত্মীয়-স্বজনকে খুজে বের করায় সহায়তা;
- সমাজে পুনর্বাসনে সহায়তা;